অপেক্ষা
অপেক্ষা
দিনের গভীরে রাত হারিয়ে যায়
রাতের গভীরে দিন হারিয়ে যায়
তার পর মাস , বছর হারায়
তার পর একটি একটি যুগ
কেঁউ কাকো ধরে রাখতে পারেনা
সবি সুধু হারিয়ে যায়
তবু আকাঙ্খা ফুরায় না
সময়ের গভীরে
জীবনের একটা একটা পৃষ্ঠা হারিয়ে যায়
তবু আশা ফুরায় না
প্রতিক্ষা ফুরায় না
শুকনো ডালে একটি পাতা
আকরে রাখার মতো
কোনো এক অপেক্ষা
জীবনটাকে আকরে ধরে রাখে
কিসের অপেক্ষা
কেনো এই অপেক্ষা
তার কোনো উত্তর নেই
শুধু মাত্র অপেক্ষা রয়ে যায়
কেঁউ বহু আপোন হৈয়ে
দূরে চলে যায়
কেঁউ চখের আরালে থেকে
প্রতিক্ষার মোহর মেরে দেয়
যার ফিরে আসার কথা ছিলো
সাথে চলার কথা ছিলো
ভালোবাসার কথা ছিলো
সে কোনোদিন আসে না
তবুও অপেক্ষা রৈয়ে যায় ।
একদিন মৃত্যু এসে সব নিয়ে যায়
মৃত্যুৰ খাতায় অপেক্ষা থাকেনা
সুধু শেষ লেখা থাকে ।
Comments
Post a Comment