আমি হারিয়ে যাবার আগে

 আমি হারিয়ে যাবার আগে 

@বেগম আছমা

আমি হারিয়ে যাবার আগে 

তুমি হাত ধরতে পারতে

সেই বিন্দুতে যেখানে 

কোনো দিন নেই

কোনো রাত নেই 

রাতজাগা পাখির কোলাহল নেই 

এখন আর এখানে

ঋতুরা রং বদলায় না

আকাশ ঝরে বৃষ্টি পরেনা

এখানে সুধু এক বৃত্তাকার পথ।

Comments

Popular posts from this blog

সমাজত প্ৰচলিত বাল্য বিবাহ আৰু ইয়াৰ কুফল

সমন্বয় আৰু বহাগ বিহু

কল্যাণকামী ৰাষ্ট্ৰৰ নেতৃত্ব কেনে হোৱা উচিত ?