আমি হারিয়ে যাবার আগে
আমি হারিয়ে যাবার আগে
@বেগম আছমা
আমি হারিয়ে যাবার আগে
তুমি হাত ধরতে পারতে
সেই বিন্দুতে যেখানে
কোনো দিন নেই
কোনো রাত নেই
রাতজাগা পাখির কোলাহল নেই
এখন আর এখানে
ঋতুরা রং বদলায় না
আকাশ ঝরে বৃষ্টি পরেনা
এখানে সুধু এক বৃত্তাকার পথ।
আমি হারিয়ে যাবার আগে
@বেগম আছমা
আমি হারিয়ে যাবার আগে
তুমি হাত ধরতে পারতে
সেই বিন্দুতে যেখানে
কোনো দিন নেই
কোনো রাত নেই
রাতজাগা পাখির কোলাহল নেই
এখন আর এখানে
ঋতুরা রং বদলায় না
আকাশ ঝরে বৃষ্টি পরেনা
এখানে সুধু এক বৃত্তাকার পথ।
Comments
Post a Comment