Posts

Showing posts from November, 2024

খোলা বারান্দা

 খোলা বারান্দা ✍বেগম আছমা  গাঙচিলের মতো সারাদিন আকাশে উড়ে দিনশেষে আমাদের সবারি একটি ঘর দরকার  ঘরে একটি খোলা বারান্দা দরকার  ।  যে শহরের ঘরগুলো তালাবদ্ধ থাকে  সেখানে খোলা বারান্দা খোঁজাটা বোকামি  তবুও মনে ইচ্ছে  হয়   আমারো একটা নিজস্ব ঘর হক সেই ঘরে খোলা বারান্দা থাকুক  আমার যখন ইচ্ছে হয়  আমি বসবো খোলা হাওয়ায় মুক্ত ভাবে শ্বাস নেবো ভুল শুদ্ধ নির্দ্বিধায় ইচ্ছে মতো কথা বলবো রাগের মাথায় চিৎকার করবো ।  দিনশেষে সবারই একটা ঘর দরকার  ঘরে একটি খোলা বারান্দা দরকার   কখনো কষ্ট  পেলেই ইচ্ছে মতো কাঁদবো ইচ্ছে করলেই খোলা বারান্দায়  অভিমান করে বসে থাকবো আমাকে দেখে টাবের ফুলগুলো হাসবে ।  বিষ্টিভেজা দুপুরে বারান্দায় বসে  হাত মেলবো বৃষ্টিতে  হঠাৎ করে অনুভবের চায়ে চুমুক দেবো ।  শীতের  সন্ধ্যায় শিউলি ফুলের গন্ধয় বারান্দায় ভরে পরবে চাঁদের আলো  দূর থেকে গুলজারের গজল ভেসে আসবে সেই গজলের সুরে সুরে আমিও গুনগুন করবো  দিনশেষে সবারি একটা ঘর দরকার  ঘরে একটি খোলা বারান্দা দরকার  । ...

ফিরে যাওয়া যায় বলেই

 ফিরে যাওয়া যায় বলেই  @ বেগম আছমা  ফিরে যাওয়া যায় বলেই ফিরে যাই সময়ে অসময়ে  সন্ধ্যাবেলা আমিহীনতায়  তোমার বুকে যখন ব্যথা করে  আমি ফিরে যাই  পাহাড়ের নীচ দিয়ে আলতো পায়ে হেঁটে  তোমার দরজার সামনে দাঁড়াই  খোপার শিউলী ফুলের গন্ধ পেয়ে তুমি আমার দিকে তাকাও  তোমার চোখে নক্ষত্ররাজির উজ্জ্বলতা ওঠে  জোনাকের রূপালী ছায়া  তুমি উঠে এসে আমার আঙুল ধরে টেনে নিয়ে যাও তোমার খিড়কির পাশে  আমাকে বসতে দিয়েই বলো চা খাবে ?  আমি চট করে বলে উঠি জী আমলকীর পাতার ফাঁক দিয়ে  জোনাকের হাসি উঠোন ভরে পরে আছে । খিরিকীর পাশেই গাছভরা শিউলী ফুল  কুয়াশার চাদর জড়িয়ে  দুলছে হাওয়ায় ।