ফিরে যাওয়া যায় বলেই

 ফিরে যাওয়া যায় বলেই 

@ বেগম আছমা 


ফিরে যাওয়া যায় বলেই

ফিরে যাই সময়ে অসময়ে 

সন্ধ্যাবেলা আমিহীনতায় 

তোমার বুকে যখন ব্যথা করে 


আমি ফিরে যাই 

পাহাড়ের নীচ দিয়ে

আলতো পায়ে হেঁটে 

তোমার দরজার সামনে দাঁড়াই 


খোপার শিউলী ফুলের গন্ধ পেয়ে

তুমি আমার দিকে তাকাও 

তোমার চোখে নক্ষত্ররাজির উজ্জ্বলতা

ওঠে  জোনাকের রূপালী ছায়া 


তুমি উঠে এসে আমার আঙুল ধরে

টেনে নিয়ে যাও তোমার খিড়কির পাশে 

আমাকে বসতে দিয়েই বলো চা খাবে ? 

আমি চট করে বলে উঠি জী


আমলকীর পাতার ফাঁক দিয়ে 

জোনাকের হাসি উঠোন ভরে পরে আছে ।

খিরিকীর পাশেই গাছভরা শিউলী ফুল 

কুয়াশার চাদর জড়িয়ে  দুলছে হাওয়ায় ।


Comments

Popular posts from this blog

সমাজত প্ৰচলিত বাল্য বিবাহ আৰু ইয়াৰ কুফল

সমন্বয় আৰু বহাগ বিহু

কল্যাণকামী ৰাষ্ট্ৰৰ নেতৃত্ব কেনে হোৱা উচিত ?