হৃদয়ে প্রেমের দিন শেষ হয় না


প্রেমের দিন শেষ হয় বলে ভাবলেও
হৃদয়ে প্রেমের দিন শেষ হয় না।
দুপুরের লেবু ফুলের গন্ধই
এ পৃথিবীতে নিয়ে আসে প্রেমের আহ্বান। 

প্রেম কি—
এক রাশি নীরবতার মাঝে
বন ফড়িঙের গান,
আকাশ ভরা শিমুলের রাঙা রং,
বুক ভরা অনুভবের স্পন্দন । 

গভীর রাতে বাঁকা চাঁদের আলোয়
বুকের সোনালি মাঠ থেকে
কে যেন মুঠো মুঠো ধান কেটে নেয়,
এক পাশে পড়ে থাকে নীরব নদী। 

ভালবাসার ঘ্রাণ ভরা সবুজ ঘাসে
শুয়ে পড়ি আমি,
সে পাশে বসে চেয়ে থাকে একপলকে,
আর আমি 
সেই অভিমানী চোখে হারিয়ে যাই।






Comments

Popular posts from this blog

সমাজত প্ৰচলিত বাল্য বিবাহ আৰু ইয়াৰ কুফল

সমন্বয় আৰু বহাগ বিহু

কল্যাণকামী ৰাষ্ট্ৰৰ নেতৃত্ব কেনে হোৱা উচিত ?